Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সাংবাদিক মামুন

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ত্রান নিয়ে বর্ন্যাতদের পাশে দাঁড়ালেন নওগাঁ-৬ আসনে বিএনপির সম্ভাব্যপ্রার্থী সাংবাদিক মামুন হোসেন স্টালিন। গত শুক্রবার নওগাঁ-৬ আসনের (রানীনগর-আত্রাই) রাজাপুর ইউনিয়নের শাহাপাড়া, পালপাড়া, উজানপাড়াসহ ৫টি গ্রাম এবং কামাবাড়ী ইউনিয়নের সøুইস গেট এলাকায় সারাদিন ত্রান তৎপরতা চালান তিনি। এ সময় তিনি প্রায় এক হাজারের মতো বন্যার্তের মাঝে ত্রান বিতরন করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাংবাদিক মামুন হোসেন স্টালিন নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মরহুম মোতাহার হোসেনের ছেলে ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি। ওদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর, দাউদপুর ও বিনোদপুর ইউনিয়নে বন্যা কবলিত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাব মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলায় বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ