বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা ঃ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সাময়িক বরখাস্ত হলেন সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের চেয়ে কম নম্বর এন্ট্রি করা এবং শিক্ষার্থীর বাংলা বিষয়ের উত্তর পত্র খুঁজে না পাওয়ায় শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান স্বাক্ষরিত ১৬ আগষ্ট (বুধবার) এ আদেশ জারী করা হয়। আদেশে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ এর রোল নম্বর-১৪১৪ এর প্রতিটি বিষয়ের উত্তরপত্র খুঁজে না পেয়ে অন্য পরীক্ষার্থীর উত্তর পত্রের ওপর কোড নম্বর হাতে লিখে ওই শিক্ষার্থীর উত্তরপত্র হিসেবে চালিয়ে দেয়া হয়। শিক্ষা কর্মকর্তার এহেন কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর বিধি ৩ (বি) ও ৩ (ডি) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতি পর্যায়ভুক্ত অপরাধ। এজন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ অনুযায়ী ১৬ আগষ্ট থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন ওই শিক্ষা কর্মকর্তা প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। এর আগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে গত ১৫ জুন প্রত্যাহার করে বিভাগীয় অফিসে নেয়া হয়। মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর-২, ঢাকা-১২১৬ এর টেলিফোনিক নির্দেশ মোতাবেক তাকে সুন্দরগঞ্জ থেকে প্রত্যাহার করে রংপুর বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। বিশ^স্ত সূত্রে জানা গেছে উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম-দপ্তরী পদে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে শিক্ষক ও বিভিন্ন মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এ খবর এলাকায় প্রকাশ পেলে কিছু সূধিজন মোবাইল ফোনে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতেই শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। উল্লেখ্য গত ১৬ জুন ২০টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম-দপ্তরী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।