Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:০৪ পিএম, ১৮ আগস্ট, ২০১৭


চট্টগ্রাম ব্যুরো ঃ নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার) ভোরে ইস্পাহানি সিটি গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক ও তার সহকারিকে আটক করা হয়েছে। নিহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম শিমুলিয়া গ্রামের মোঃ ইসমাইলের পুত্র কামরুল ইসলাম (২৭), নগরীর আগ্রাবাদ মৌলভী পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে নিজাম উদ্দিন (৩২) ও বাগেরহাট জেলার বদিগঞ্জের আবদুর রশিদের পুত্র মোঃ রেজাউল করিম (৩০)।
পুলিশ জানায়, দ্রæতগামী ট্রাকটি মোটর সাইকেলটিকে প্রচন্ড ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, নিজাম ও রেজাউলকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আশঙ্কাজনক অবস্থায় কামরুলকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ