বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপ্তাই(রাঙ্গামাটি)উপজেলা সংবাদদাতা ঃ ‘জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করবে জনগণের প্রাপ্যতা’ কাপ্তাই এলাকায় বাগান সৃজনের মাধ্যমে কার্বন সিংক তৈরি(২য় পর্যায়),অনুসরণ প্রতিবেদন শেয়ারিং সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং টিআইবি আয়োজনে গত বৃহস্পতিবার কাপ্তাই ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শেয়ারিং কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ২০১৫-১৬ সালের ৫ কোটি টাকার প্রকল্প অনুসরণের প্রেক্ষাপট ও যৌক্তিকতা নিয়ে টিআইবি পরিচালিত গবেষণানায় বিভিন্ন অনিয়ম উঠে আসে। বিভিন্ন তথ্য ও গবেষণা নিয়ে প্রতিবেদন পর্যবেক্ষণ ও প্রজেক্টর এর মাধ্যমে তুলে ধরেন মোঃ নেওয়াজুল মওলা ডেপুটি প্রেগ্রাম ম্যানেজার গবেষণা জলবায়ু অর্থায়নে সুশাসন (টিআইবি) । শেয়ারিংয়ে অংশ নেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোঃ রুহুল আমিন (ডিএফও)। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই পাল্পউড বাগানের সহকারি বনকর্মকর্তা জিএম রফিক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন, চৌধুরী, হেডম্যান এসোসিয়েশন সহসভাপতি ও টিআইবি সদস্য থোয়াইং অংমারমা, সাংবাদিক কবির হোসেন ও টিআইবি সদস্য, টিআইবি রাঙ্গামাটি এরিয়া ম্যানেজার মাসুদ আলমসহ বিভিন্ন সনাক ও টিআইবির সদস্যরা উপস্থিত ছিলেন। শেয়ারিংয়ে কাপ্তাই পাল্পউড বিভাগীয় কর্মকর্তা টিআইবির পর্যবেক্ষণের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা-পর্যালোচনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।