রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার ভৈরব-কিশোরগঞ্জ মহা সড়কের পাশে চরিয়াকোনা ধরপাড় নামক স্থান থেকে কাজল চৌধুরী (৮) নামে এক শিশুর গলা কাটা লাশ গতকাল শুক্রবার সাকালে উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত কাজল পূর্বপাড়ার আসাদ চৌধুরীর ছেলে। জানা যায়, নিহত কাজলের মা-বাবা পৌরসভা সংলগ্ন একটি অটো রাইছ মিলে কাজ করে। মিলের পাশে একটি ভাড়া বাসায় থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজল বাসা থেকে বেড় হয়ে অটোরাইছ মিলের সামনে খেলা করছিল। কাজলের পিতা জানান, অটোরিকশা চালক রফিকের ছেলে রাসেল (১২) ও রাজু (৯) সন্ধ্যায় কাজলকে তাড়া করে। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সারারাত সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার চরিয়াকোনা ধরপাড় নামক স্থানে একটি শিশুর লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশসহ আমরা লাশ উদ্ধার করি। ঘটনাস্থলে রক্তপাতের চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে যায়। কটিয়াদী মডেল থানার ওসি জাকির রব্বানী বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য একটি টিম মাঠে কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।