Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভিভাবকদের অসচেতনতার কারণেই ফলাফল বিপর্যয় -কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে অভিভাবকদের অসচেতনতাকেই দায়ী করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুল খালেক। গত বৃহস্পতিবার দুপুরে ফেনী পাইলট হাইস্কুল মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ফেনী জেলার সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের সাথে মত-বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রফেসর আবদুল খালেক বলেন,সা¤প্রতিক সময়ে এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের পরে বোর্ড থেকে স্কুল কলেজগুলোর শিক্ষকদের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় কি কারণে ফলাফল বিপর্যয়। অধিকাংশ স্কুল প্রধান শিক্ষকরাই অভিভাবকদের সচেতনতার বিষয়টিকে দায়ী করেছেন। বোর্ড চেয়ারম্যান বলেন, অভিভাবকদের সচেতন করে তুলতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ করার জন্য শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে। এসময় তিনি বলেন, নির্বাচনী পরীক্ষায় যেসব শিক্ষার্থী কৃতকার্য হতে পারবেনা- তাদেরকে কোন ভাবেই সেন্টার পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবেনা। এটি করতে পারলে পাসের হার আরো বাড়বে। তিনি বলেন নির্বাচনী পরীক্ষার ফলাফলে নম্বর পত্র প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে বোর্ডের কাছে জমা রাখতে হবে। চেয়ারম্যান এসময় আরো বলেন, ফলাফল পর্যালোচনা করে দেখা যায় শতকরা প্রায় ৬০ ভাগই অকৃতকার্য হয় ইংরেজীতে। এ বিষয়েও স্কুলের শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে। মত-বিনিময় সভায় শিক্ষকদের বিভিন্ন দাবী ধাওয়া ও চাওয়া পাওয়ার বিভিন্ন বিষয়েও কথা বলেন বোর্ড চেয়ারম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ