Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুটবল খেলায় ঝগড়া শ্রীপুরে যুবককে কুপিয়ে হত্যা

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলার সময় ঝগড়াকে কেন্দ্র করে আরিফুল ইসলাম (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কালী নারায়ন উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই ইউনিয়নের কালিবাড়ি এলাকার মৃত মো. করিম মিয়ার ছেলে। জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কাওরাইদ কালী নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার যুবকরা ফুটবল খেলে। আরিফুল একটি দলের হয়ে খেলায় অংশ নেয়। খেলা চলাকালীন সময় অন্য দলের খেলোয়ার নয়নের সাথে আরিফুলের কথাকাটাকাটি ও ঝগড়া হয়। স্থানীয় লোকজন ঝগড়া থামালেও নয়ন ও তার দলের অন্যরা আরিফুলকে হত্যার হুমকি দেয়। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নয়ন তাদের বাড়ির পাশে কাওরাইদ কে.এন উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় হাঁটাহাটি করছিল। এ সময় নয়ন ও তার সহযোগী সৌরভ, নিশাত আরিফুলকে একা পেয়ে দা-লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। তারা আরিফুলকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে অচেতন করে মাটিতে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক মজিবুল হক জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় হত্যা মামলা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ