Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোববার পর্যন্ত ভিসার আবেদন করতে পারবেন হজযাত্রীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ৩:০০ পিএম

ভিসা জটিলতায় এখনো প্রায় চার হাজার হজযাত্রী ভিসা না পাওয়ায় রোববার পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।
রোববার পর্যন্ত মুসল্লিরা সৌদি আরবের ভিসা আবেদন করতে পারবেন।
হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের এখনো ভিসা হয়নি তাদের শনিবারের মধ্যে ভিসা আবেদন করতে হবে। তবে যদি কোনো কারণে কারো আবেদন বাকি থাকে তাহলে রোববারও আবেদন গ্রহণ করা হবে। ওইদিনই শেষ।
জানা যায়, এখনো প্রায় চার হাজারের মতো যাত্রীর ভিসা হয়নি। তাদের যাত্রা অনিশ্চিত! এদিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়া ও ভিসা জটিলতায় শুক্রবারও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। ক্রমেই বাতিলের তালিকা আরও দীর্ঘ হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ