Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তামনিকে কেবিনে স্থানান্তর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণিকে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গতকাল দুপুরে তাকে কেবিনে আনা হয়। মুক্তার বাবা ইব্রাহীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার মেয়ে ভালো আছে। বেশ হাসিখুশিতে আছে সে। দুপুরে তাকে কেবিনে আনা হয়েছে। এখন আমরা তার পাশে থাকতে পারব। ডাক্তারও বলেছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এর আগে গত শনিবার মুক্তার হাতে অস্ত্রোপচার হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা গত বুধবার ক্ষতস্থানে ড্রেসিং করেন। তার শারীরিক অবস্থা এখন ভালো। চিকিৎসকরা আশা করছেন, আগামী সপ্তাহের শুরুর দিকে মুক্তামণির ক্ষতস্থানে দ্বিতীয় পর্যায়ে অস্ত্রোপচার (স্কিন গ্রাফটিং) করা হতে পারে। গত শনিবার ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, সার্জারি ও অ্যানেসথেসিয়াসহ এক দল বিশেষজ্ঞ চিকিৎসক মুক্তামণির ডান হাতে অস্ত্রোপচার করে তিন কেজি অতিরিক্ত মাংস (টিউমার) অপসারণ করেন। উল্লেখ্য, স¤প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত ১১ জুলাই মুক্তামণিকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মুক্তার চিকিৎসা দেয়ার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ