বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় মনসা পূজার পাঁঠা ছাগল বলি দিতে গিয়ে এক যুবকের মাথা কেটেছে। উক্ত যুবকের নাম নয়ন সর্দ্দার (২৫)। সে উপজেলার কেলিশহর ইউনয়িনের কেচিয়াপড়া এলাকার নারায়ন সর্দ্দারের পুত্র। নয়ন পটিয়া উপজেলা পরিষদের বেসরকারী অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের মনসা পূজার জন্য পাঁঠা ছাগল বলি দেয়ার পর কেলিশহর কেঁচিয়াপাড়ায় খড়গ হাতে পাঁঠাবলিকারী ধীমান সর্দ্দার নামের এক যুবক মদ পান করছিল। এমন সময় নয়ন মদ পানের ব্যাপারে প্রতিবাদ করলে ওই যুবক তেড়ে এসে নয়নকে মাথায় আঘাত করে। এসময় তার মাথা ফেঠে গিয়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার জানান, মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করে আ্ইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।