Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত ছাতকে সবগুলো রাস্তার বেহাল দশা

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

এফএম ফারুক-চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) থেকে : ছাতকের সবগুলো রাস্তার বেহাল দশা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন থেকে রাস্তাগুলোর সংস্কার ও মেরামত না করায় এসব রাস্তা এখন চলাচলের অনুপযোগি হয়ে উঠেছে। এসব রাস্তায় যানবাহন চলাচল করাও এখন চরম হুমকির সম্মুখীন। প্রতিটি রাস্তার কার্পেটিং উঠে খানা-খন্দকে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে এসব খানা-খন্দকেপূর্ন সড়কে পানি জমে সড়কটি যেন হয়ে উঠে একাধিক মিনি পুকুর। জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গ্রামীণ পাকা সড়ক রয়েছে ৩শ’ ১৬কিঃমিঃ ও কাঁচা রাস্তা ৩শ’ ১৪কিঃ মিঃ। এরমধ্যে উপজেলা এলজিইডি থেকে ৮০কিঃ মিঃ পাকা সড়কের ভাঙ্গন দাবি করলেও প্রকৃত পক্ষে আড়াইশ’ কিঃ মিঃ সড়ক মারাত্মক ভাঙন কবলিত রয়েছে। প্রায় একযুগ থেকে এসব ভাঙন কবলিত রাস্তা সংস্কারে উর্ধ্বতন মহলে কোন প্রস্তাব করেনি সাবেক উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র তালুকদার। তার বিরুদ্ধে ছিল সংস্কারের নামে লুঠপাটের ব্যাপক অভিযোগ। সে সময়ে সংস্কারকৃত রাস্তা মেরামতে দেয়া হয় বিটুমিনের বদলে পুরাতন মবিল। ভাঙা রাস্তাগুলো হচ্ছে, হাসনাবাদ-নয়ালম্বাহাটি, তাজপুর-নূরুল্লাপুর, পালপুর-জাতুয়া, গোবিন্দগঞ্জ-দশঘর, গোবিন্দগঞ্জ-বসন্তপুর, জালালপুর-লামারসুলগঞ্জ, বুড়াইগাঁও-আলমপুর, মৈশাপুর-কাঞ্চনপুর, নোয়ারাই-চাইরগাঁও, নোয়ারাই-দোয়ারাবাজার, ছাতক-জাউয়া, ছাতক-আমবাড়ি-সুনামগঞ্জ, নোয়ারাই-বাংলাবাজার, কৈতক-কামারগাঁও, কালিপুর-সিরাজগঞ্জ, জাউয়া-জিয়াপুর-কচুরগাঁও, বুড়াইগাঁও-বাউভূগলী, পীরপুর-সিকন্দরপুর, জাতুয়া-মনিরজ্ঞাতি-মানিকগঞ্জ, পালপুর-সিরাজগঞ্জসহ অন্যান্য সড়ক। প্রত্যহ এসব রাস্তায় ঘটছে দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে ৩লক্ষাধিক লোকজন যাতায়াতের ক্ষেত্রে এখন চরম দূর্ভোগ পোহাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, ভাঙা রাস্তাগুলো পর্যায়ক্রমে মেরামত ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। ছাতক উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল মনসুর জানান, উপজেলার ৩শ’ ১৬কিঃ মিঃ রাস্তার মধ্যে ৮০কিঃ মিঃ ভাঙা রাস্তা সংস্কারের জন্যে গত ১৯জুলাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৫ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে। এবছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে প্রকল্পে বরাদ্ধ আসতে পারে বলে তিনি ধারনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ