Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট এলে মেলে শুধু আশ্বাস

বেহাল দশায় কদমতলী জেলেপাড়ার সড়ক

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) থেকে : রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের তুলসি পাড়া-মিনার পাড়া সংযোগ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ স্থানে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কের দু’পাশে ড্রেন না থাকায় পানি জমে যায়। পানি সরে যেতে না পেরে প্রায়ই সময় সড়কটি কাঁদায় ভর্তি থাকে। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। চন্দ্রঘোনা মিনার পাড়ায় ২০০ পরিবারে প্রায় দেড় হাজার মানুষ বসবাস করে। তন্মধ্যে ভোটার রয়েছে প্রায় ৫৫৯ জন। তুলসী পাড়ার বাবলু দে জানান, মহাজন পুকুর পাড় থেকে কর্ণফুলী নদী ঘাট পর্যন্ত ৩০০ ফুট মিনার পাড়া সড়কটি ব্যবহার করছে জেলে পাড়া এবং তুলসী পাড়া গ্রামের শত শত মানুষ। তুলসী পাড়া ও ডাইল্যে বাড়ি মাঝ হয়ে মিনার পাড়া সড়কটির অধিকাংশ ইট খসে গিয়ে ছোট-বড় গর্ত দেখা দিয়েছে। সড়কের পাশে ড্রেন না থাকায় বৃষ্টির পানি সড়কের উপর জমে গ্রামবাসীর যাতায়াতে অসুবিধা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, কদমতলি মিনার পাড়া আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি। গত ২/৩ বছর যাবত সড়কে উন্নয়ন না হওয়ায় ভয়াবহ হয়ে উঠেছে। রাঙ্গুনিয়ার অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দরা মিনার পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে এসে বা ভোটের সময় প্রশ্রিæতি দেয়, দ্রæত সময়ের মধ্যে সড়ক কার্পেট হয়ে যাবে। কিন্তু কার্পেট তো দূরের কথা সড়কের কোন উন্নয়ন করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, মিনার পাড়াটি আ’লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত বলে বিএনপি সময়ে কোন কাজ হয়নি। বর্তমান আ’লীগ সরকার ক্ষমতায় থাকলেও বিগত ৮ বছর যাবত এলাকায় তেমন কোন উন্নয়ন হয়নি। তাই গ্রামবাসীরা মিনার পাড়ার মুল সড়কটি কার্পেটিং না হোক অন্তত ইট বসিয়ে যাতাযাত ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ