Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুর্বৃত্তদের হামলায় মা-মেয়েসহ আহত ৪

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতক উপজেলা পরিষদের অফিস সহায়কের বসত বাড়িতে প্রকাশ্য দিবালোকে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাড়িটি পুরুষ শূন্য থাকায় অফিস সহায়ক ও নোয়ারাই মহল্লার জুনাব আলীর পুত্র আশরাফ হোসেনের মা, বোন সুজিনা বেগম, ভাতিজি সাদিয়া বেগম ও ভাই আরস আলীসহ চারজন হামলায় আহত হন। জানা যায়, গত বুধবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে পৌরসভার নোয়ারাই মহল্লার আলমগীর হোসেন মিলেনের নেতৃত্বে দূর্বৃত্তরা পার্শ্ববর্তী আশরাফ হোসেনের বসত বাড়িতে হামলা, ভাঙচুরও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করতে ছাতক থানাকে নির্দেশ দেন। এঘটনায় আশরাফ হোসেন গ্রামের মৃত শাহজাহান ড্রাইভারের পুত্র আলমগীর হোসেন মিলন (৪৫), প্রীতম মিয়া (২৬) ও জুবেদা বেগম (৪০) আসামি করেছেন। ঘটনার সময় দুর্বৃত্তরা সুজিনার গলা থেকে একভরি ওজনের স্বর্ণালংকা ছিনিয়ে নেয় এবং মাথার চুল টেনে ছিড়ে ফেলে। ঘটনার পর আহতদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এলে তিনি এব্যাপারে তেমন গুরুত্ব দেননি। অভিযোগ দেয়ার একদিন পর গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উল্লাহ খান এঘটনার ব্যাপারে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে থানা প্রশাসনকে নির্দেশ দেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে দ্রæত আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ