Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলার বিশ্বাস হলদিয়া ধনের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেকুল ইসলাম (রুবেল) ২০১৫-২০১৬ অর্থ বছরের বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ¯øীপের ৪০ হাজার টাকা এবং পরের অর্থ বছরের ¯øীপের ৪০ হাজার টাকা আত্মসাত করেন। এছাড়া উপকরণের ৫ হাজার ও ক্ষুদ্র মেরামতের ১ লাখ ৫০ হাজার টাকা কোন কাজ না করেই আত্মসাত করেন। তাই নয় ২০১৬-২০১৭ অর্থ বছরের টিআর বরাদ্দের ১ লক্ষ টাকার যৎসামান্য কাজ করে বাকি টাকা আত্মসাত করেন। প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে যান না। অন্যান্য সহকারী শিক্ষকরা কিছু বললেই তিনি অকথ্য ভাষায় গালি গালাজ করেন। বিদ্যালয়ের জমি দাতা মজিবর রহমানের কন্যা সহকারী শিক্ষক মেরিনা আক্তারকে গালিগালাজ করে বিদ্যালয়ে যেতে নিষেধ করে হুমকি প্রদান করেন। টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের কারণে জমি দাতা মজিবর রহমান উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন। এব্যাপারে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করে তাকে পাওয়া যায়নি। ইউএনও এসএম গোলাম কিবরিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ