Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধনের আগেই টোল আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া-লালমনিরহাট দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধনের আগেই ঘাট ইজারাদার সেতু উম্মুক্ত করে টোল আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে সরেজমিনে দেখা যায়, মহিপুর খেয়াঘাট ইজারা নিয়ে ঘাট পরিচালনা করে আসছে সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া তার সহযোগী গোলাম রব্বানী। কয়েক দিনের টানা বর্ষনে বন্যা পরিস্থিতির অবনতি হলে খেয়াঘাট বন্ধ হয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে সেতু উম্মুক্ত করে দিয়ে গত শনিবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টোল আদায় করে আসছে। একটি সূত্র জানায়, গত কয়েক দিনে ঘাট ইজারাদার কৌশলে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ল²িটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি বলেন, বন্যায় নৌকাগুলো দুর্যোগ মোকাবেলার কাজে ব্যন্ত থাকায় সেতুটি উম্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঘাট ইজারাদার ইউপি সদস্য দুলাল মিয়া ও তার সহযোগী গোলাম রব্বানী টোল আদায়ের কথা অস্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় খেয়াঘাট বন্ধ হয়ে গেলে দু’পারের হাজার হাজার মানুষ চলাচলের দুর্ভোগ হয়ে পড়লে প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শ করে ১ দিনের জন্য তিস্তা সেতু খুলে দেওয়া হয়। কথা ছিল কোন সাধারণ মানুষের কাছ থেকে টোল আদায় করা যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ