রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : চুল কাটার কেচি দিয়ে আঘাত করে মফিজ উদ্দিন নামে ৬০ বছর বয়স্ক এক চা দোকানীকে হত্যা করেছে সাইফুল নামে এক বখাটে। গত বুধবার দুপুরে মনোহরদী উপজেলার গোতাশিয়া বাঘেরহাট বাজারে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় থার্মেক্স গ্রুপের মহিলা শ্রমিকরা রাস্তা দিয়ে যাবার সময় চকবগাদী গ্রামের মফিজের পুত্র সাইফুল তাদেরকে উত্যক্ত করতে থাকে। এই অবস্থায় দোকানদার মফিজ উদ্দিন তাকে বাঁধা দিলে সে ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী নারায়নের সেলুনের দোকানে চুলকাটার কেচি আনতে যায়। এ সময় নারায়ন তাকে বাঁধা দিলে সাইফুল নারায়নকে মারধর করে জোরপূর্বক কেচি ছিনিয়ে নিয়ে যায়। এরপর দৌঁড়ে মফিজ উদ্দিনের চা দোকানে গিয়ে কেচি দিয়ে মফিজ উদ্দিনের গলা ও পেটে আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে দোকানী মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন তাকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে সাইফুল দৌঁড়ে বাড়ীতে চলে গেলে আশেপাশের লোকজন তাকে ধাওয়া করে বাড়ী থেকে ধরে এনে থানা পুলিশে সোপর্দ করে। উল্লেখ্য, বছর দেড়েক পূর্বে এই সাইফুল হাতিরদিয়া বাজারে আরেক ব্যক্তিকে প্রকাশ্য দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর সে গ্রেফতার হয়ে দীর্ঘ দিন কারাভোগ করে মাস কয়েক পূর্বে জামিনে বেরিয়ে যায়। এটা তার দ্বিতীয় হত্যাকান্ড। নরসিংদীতে ৩ দিনের ব্যাবধানে এটি দ্বিতীয় হত্যাকান্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।