রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি মালামাল আত্মসাৎ করার দায়ে মামলায় নির্মল বিশ্বাস (৬৫) নামের সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৩ বছর আগে দায়েরকৃত মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক এ আসামিকে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষীস্থ তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আইনি পক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানায় থানার সহকারী উপ-পরিদর্শক মো. কামাল উদ্দিন। গ্রেফতারকৃত নির্মল বিশ্বাস আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষী বেয়াই মার্কেট এলাকার বিজয় কৃষ্ণ বিশ্বাসের ছেলে। এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনসার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ১৯৯৪ সালে সরকারি মালামাল আত্মসাৎ করার অভিযোগে নির্মল বিশ্বাসের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের দন্ডবিধি ৪০৯ এর ৫(২) ধারায় এক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল তার বিরুদ্ধে। তাকে গ্রেফতারের পর আইনি পক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।