Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণ খাঁ গ্রামের প্রবাসী আখতারুজ্জমান হত্যাকারীদের ফাঁসির দাবিতে গত বুধবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গত ৯ আগষ্ট স্ত্রী সালমা আক্তার ও তার প্রেমিক নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূরন্নাহার বেগম শিউলী। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ধামতী ইউনিয়ন আ’লীগ সভাপতি সফিকুল ইসলাম, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ডাঃ তোফায়েল হোসেন, মাওলানা নূরুল ইসলাম, সিরাজুল ইসলাম, শিক্ষক মামুন সেন, আবদুল কাদের ও খোকন মিয়া প্রমুখ। জানা যায়, পরকীয়া প্রেমের জের ধরে ২০১৩ সালের ৪ নভেম্বর দুপুর দেড়টায় আখতারুজ্জমানকে পূর্ব পরিকল্পিতভাবে শ্বাসরোধপূর্বক হত্যা শেষে স্ট্রোক করেছে বলে এলাকায় প্রচার করে। আখতারুজ্জমানের মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিলে তার ছোট ভাই আবু হানিফ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ২০১৪ সালের ২৬ মে উক্ত মামলার চার্জশীট দিলে বাদী নারাজী পিটিশনে আদালত অধিকতর তদন্ত করার জন্য কুমিল্লা গোয়েন্দা পুলিশে প্রেরণ করে। পরবর্তীতে কুমিল্লার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক এ.কে.এম মঞ্জুরুল আলম স্ত্রী সালমা আক্তার ও তার প্রেমিক নুরুল ইসলামের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। পরবর্তীতে মামলার শুনানী শেষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং বিশ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ