Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে কিশোর মামুন হত্যাকান্ড হাজিরা দিতে গিয়ে আদালতে আটক ৭

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মীর নূর মোহাম্মদ (সিরাজ মিয়া) এর ছেলে মামুন মিয়া (১৬) কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিরা হবিগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে ৭ আসামিকে আটকের নির্দেশ দেন বিজ্ঞ আদালত। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মামুন হত্যার ৭ আসামি হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক লায়লা মেহের বানু তাদেরকে আটকের নির্দেশ দেন। আটককৃতরা হল- উপজেলার কেউন্দা গ্রামের আঃ নূর ওরফে কনা মিয়ার পুত্র রাহিদ মিয়া, মৃত টকা মিয়ার পুত্র রফিক মিয়া, লাল মিয়া, কিজির মিয়া, কাপুড়িয়া গ্রামের মৃত ছুরুত আলীর পুত্র আক্কাছ মিয়া ও কেউন্দা গ্রামের মৃত আঃ হান্নানের পুত্র মনজু মিয়া। মামলার বিবরণে জানা যায়, গত ২৪ জুলাই সোমবার সকাল অনুমান ৮ ঘটিকার সময় কেউন্দা গ্রামের মৃত আঃ খালেকের পুত্র ছুরুক মিয়ার পুকুর পাড় থেকে কিশোর মামুন মিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে মামুন মিয়ার পিতা নূর মোহাম্মদ (সিরাজ মিয়া) ঐ দিন রাতেই ১৬ জনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামুন মিয়ার হত্যাকারীরা পলাতক রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ৭ আসামী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক তাদেরকে আটক করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ