Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে পুলিশি বাধা ও ছাত্রলীগের হামলায় আহত ১০ আটক ৭

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান পন্ড

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাইয়ে পৃথক স্থানে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যুবলীগের হামলা ও পুলিশের বাঁধার ঘটনা ঘটে। এসময় মঘাদিয়ায় যুবলীগ কর্মীদের হামলায় বিএনপির ১০ নেতা কর্মী আহত হয়। তবে মীরসরাই থানা পুলিশ উক্ত ঘটনায় ৭ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ১১নং মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা গ্রামের লাতু মিয়ার বাড়ীতে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান চলছিল। এসময় একদল ছাত্রলীগ ও যুবলীগের কর্মী অতর্কিত লাঠিসোটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে। এসময় বেদম প্রহার ও লাঠিপেটায় গুরুতর আহত হয় উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, যুগ্ম আহŸায়ক নুরুল আবছার চেয়ারম্যান, দিদারুল আলম সহ অন্তত ১০ নেতাকর্মী। ঘটনাস্থল থেকে সকলকে পিটিয়ে আহত করার এক পর্যায়ে মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭ বিএনপি নেতাকর্মীকে আটক করে। এ বিষয়ে মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম বলেন আমরা ঘটনাস্থলে বিশেষ নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার তথ্য পেয়েছিলাম। আটককৃতদের গোপন বৈঠক সম্পর্কে তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করতে নিয়ে এসেছি। এই বিষয়ে ঘটনাস্থল এলাকার স্থানীয় ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী বেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলের উক্ত বাড়ীতে ফেরদৌস নামের এক সন্দেহজনক জঙ্গি যুবক রয়েছে। যার নেতৃত্বে গোপন বৈঠক চলছিল। পুলিশ ও উক্ত যুবককে খুঁজছিল বলে আমরা জানি। তবে যুবলীগের কর্মীদের হামলার বিষয়ে তিনি অবহিত নন বলে জানান। এদিকে বিএনপির পৃথক এক সদস্য সংগ্রহ কর্মসূচি পুলিশী বাঁধায় পন্ড হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৯টায় মীরসরাই সদরের মীর কমিউনটি সেন্টারে কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশী বাঁধার কারণে তা সম্ভব হয়নি বলে জানান উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম স্বপন। পুলিশী বাঁধায় কর্মসূচিতে ব্যর্থ হয়ে পরে কমিউনটি সেন্টারের বাইরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন। উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর, মাঈন উদ্দিন কোম্পানী, রফিকুজ্জামান চেয়ারম্যান, মুছা চেয়ারম্যান, উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা শামসুল হুদা চৌধুরী মেম্বার প্রমুখ।
এদিকে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, গ্রেফতার ও কর্মসূচিতে বাধা প্রদানের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় উপজেলা বিএনপির আহŸায়ক নুরুল আমিন, যুগ্ম আহŸায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মোঃ আলমগীর, জাসাস উত্তর জেলা সেক্রেটারী শাহিদুল ইসলাম চৌধুরী, সহ প্রমুখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ