রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেনাপোল অফিস : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ ৫০ হাজার বাংলাদেশী টাকা সহ শিরিন আক্তার (২৭) নামে এক মহিলা হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দিকে তাকে আটক হুন্ডির টাকাসহ করা হয়। আটক শিরিন আক্তার বেনাপোলের দুর্গাপুর গ্রামের আক্কাস আলীর স্ত্রী। উদ্ধার করা টাকা ভারত থেকে বাংলাদেশে পাচার করে নিয়ে আসা হচ্ছিল বলে বিজিবির ভাষ্য। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে শিরিন আক্তারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক শিরিন আক্তারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।