রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ৪০ লাখ টাকার কাপড় বোঝাই কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ীর চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে ময়মনসিংহের ত্রিশাল থেকে আটক করে গত বুধবার দুপুরে কোর্টে চালান করা হয়। জানা গেছে, মুন্সীগঞ্জের মোক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলের গ্রে কাপড় ভর্তি একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ড-১৪-৫২৬০) গত সোমবার সকালে নরসিংদীর মাধবদী বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে কাভার্ড ভ্যানটি ওই দিনই সন্ধ্যায় আড়াইহাজার থানার ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি বাজার এলাকা থেকে ছিনতাই হয়। সংবাদ পেয়ে মিলের হিসাব রক্ষন অফিসার আরমান বাদী হয়ে আড়াইহাজার থানায় চালক মজনু (৫৪) এবং হেলপার রিংকু (২২)-কে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ এনে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসেবে গাড়ীর চালক ও হেলপারকে ত্রিশাল থানার চেলের ঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে অজ্ঞাত ছিনতাইকারীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি এবং কাপড় ভর্তি কাভার্ড ভ্যানটিও উদ্ধার করতে পারেনি। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, গাড়ীটি উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে চালক ও হেলপাড়কে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তবে নীরহ লোক হলে কাউকে হয়রানি করা হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।