Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদ্-দ্বীনের বিনামূল্যে চিকিৎসা সেবা

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : জাতীয় শোক দিবস উপলক্ষে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়ায় অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল সমূহে হাসপাতাল বহির্বিভাগে মোট ৫০৪২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া খুলনা ও যশোর হাসপাতালের মাধ্যমে ৪৩ জনের চোখের ছানী অপারেশন করা হয়েছে। এর মধ্যে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকায় ২৩২৫ জন, আদ্-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ হাসপাতাল, দক্ষিণ কেরানীগঞ্জে ৭১১ জন, আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল পোস্তগোলায় ১০৫ জন, যশোরে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এবং আদ্-দ্বীন শিশু হাসাপাতালে ৮৭৮ জন, আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়ায় ২০৮ জন, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনায় ৮১৫ জনকে বিনামূল্যে বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ