Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়পুকুরিয়া খনি এলাকায় ক্ষতিগ্রস্তদের প্রতিবাদ-বিক্ষোভ

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার আশপাশের ৮টি গ্রামের বাড়ী-ঘরে ফাটল এবং চলাচলের অযোগ্য একমাত্র রাস্তাটি মেরামতসহ ৮ দফা দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়পুকুরিয়া বাজারে গত বুধবার সকাল ১১টায় জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ৮ গ্রামের কয়েক হাজার মানুষ। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক মশিউর রহমান বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদ সাইদুল ইসলাম (সাবেক ইউপি সদস্য), সুলতান, আব্বাস, খালেক, দিনার, শাহজাহান প্রমুখ। এসময় ৮টি গ্রামের প্রায় ৫ হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। ওই সমাবেশে বক্তরা তাদের ৮দফা দাবি তুলে ধরেন। দাবি সমূহের মধ্যে (১) কয়লা খনির অধিগ্রহণকৃত এলাকার বাহিরের গ্রামগুলির ঘর-বাড়ী ও জমির ফাটল এবং ভূমি কম্পন বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিতে হবে। (২) ফুলবাড়ী বড়পুকুরিয়া হয়ে খয়েরপুকুরের রাস্তা চলাচল যোগ্য করতে হবে এবং স্থায়ীভাবে ওই রাস্তার বিকল্প রাস্তা তৈরী করতে হবে। (৩) ক্ষতিগ্রস্থ বেকারদের কয়লা খনিতে চাকুরী দিতে হবে। (৪) ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া নলকূপে পানি উঠেনা তাই এসব এলাকায় পানির সু-ব্যবস্থা করতে হবে। (৫) আন্দলনকারী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। (৬) সি,এস,আর ফান্ডের টাকা ক্ষতিগ্রস্থ ও এলকাবাসী এবং শ্রমিকদের মাঝে ব্যায় করতে হবে। (৭) স্থানীয় ইউনিয়ন পরিষদের ট্যাক্স ও রয়্যালিটি যথা নিয়মে প্রদান করতে হবে এবং (৮) দক্ষিণ পলাশবাড়ীতে ক্ষতিগ্রস্থদের পূণর্বাসন এলাকায় মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান,ড্রেন ও অন্যান্য সমস্যা দূর করতে হবে। আন্দোলনকারীরা খনি কর্তৃপক্ষকে হুশিয়ারি দিয়ে বলেন, উল্লে­খিত দাবি সমূহ দ্রæত পূরণ না করলে ক্ষতিগ্রস্থ ৮ গ্রামের সাধারণ মানুষ পরবর্তীতে বড়পুকুরিয়া কয়লা খনি ঘেরাওসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ