Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলছড়িতে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ আ’লীগ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। গতকাল বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে ফলিয়াদিগর গ্রামে নিজবাড়ীতে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। ফুলছড়ি উপজেলা আ’লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কবির সাকা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সুজা, জাহাঙ্গীর আলম, উপজেলা কমিটির সদস্য আজহারুল হান্নান, আব্দুল মান্নান আকন্দ, হইবর রহমান হবু, আসাদুজ্জামান বাদশা, এনামুল হক, সোহেল মিয়া, হাফিজার রহমান প্রমুখ। সভায় আ’লীগ ফুলছড়ি উপজেলা কমিটির সদস্যবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। মতবিনিময় সভায় বক্তৃতাকালে মাহমুদ হাসান রিপন ফুলছড়ি উপজেলা আ’লীগের নেতৃবৃন্দকে বন্যা দুর্গতদের পাশে থেকে চলমান দুর্যোগ মোকাবেলায় সাহায্য সহযোগিতা করার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ