Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে পৃথক ঘটনায় নিহত ২

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : কমলগঞ্জে পৃথক ঘটনায় ২ লাশ উদ্ধার করেছে পুলিশ। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো: শাহাবউদ্দীন ফকির জানান, বুধবার রাতের কোন একটি ট্রেনে কাটা পড়ে এ যুবকের মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকালে রেলপথে দেহ থেকে এক হাত ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের লাশ দেখে এলাকাবাসী ঘটনাটি জানায়। নিহত যুবক রুবেল মিয়া (২২) কমলগঞ্জ পৌরসভার কুমড়া কাপন এলাকার মাহমুদ মিয়ার ছেলে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বকর বলেন, দেহ থেকে তার এক হাত ও মাথা বিচ্ছিন্ন হয়ে কিছু দূরে পড়েছিল। অপরদিকে ভানুগাছ বাজার চৌমুহনা এলাকার হালিম মিয়ার স্ত্রী গৃহবধূ আরসোনা বেগম (৩৫)-এর লাশ নিজ ঘরের চালার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ। কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ