Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাজারের খাদেম হত্যা ঘটনায় মামলা, আটক-২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১:৫৩ পিএম

সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে আফজাল পাটোয়ারী মাজারের খাদেম সোনা মিয়া (৭৫) হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ হত্যায় ব্যবহৃত একটি চোরা’সহ দু’জনকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নিহতের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আটককৃতরা হচ্ছেন, শাকতলা গ্রামের ছেরুমুন্সি বাড়ীর নূর মোহাম্মদের ছেলে ইয়াছিন (২৫) ও উত্তর শাকতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. সুজন (২২)।
সোনাইমুড়ী থানায় কর্তব্যরত অফিসার সহকারী উপ-পরিদর্শক মাসুদ সরকার জানান, খাদেম হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ইয়াছিন ও সুজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং-৮ তারিখ ১৭/০৮/২০১৭ইং। ঘটনাস্থল থেকে ইয়াছিন ও রাতে অভিযান চালিয়ে সুজন আটক করা হয়েছে। তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাত পৌনে ৮টার দিকে হাঁটগাও ইউনিয়নের আফজাল পাটোয়ারী মাজারে খাদেম সোনা মিয়া (৭৫) কে তার বাসা থেকে ডেকে এনে মাজারের সামনে গলা কেটে হত্যা করে ইয়াছিন ও সুজন। এসময় ঘটনাটি দেখে খাদেমের স্ত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইয়াছিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ