Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১০:১২ এএম

নরসিংদীতে স্ত্রীর সামনেই সুজন সাহা (৩৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চিনিশপুর কালিবাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা রাজধানীর পীরের বাগ এলাকার বিমল সাহার ছেলে।
পরিবারের অভিযোগ, স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে এ ঘটনা ঘটেছে। তাদের দাবি, প্রায় পাঁচ মাস পূর্বে নরসিংদীর রাজাদী এলাকার কাশীনাথ সাহার মেয়ে অদিতি সাহাকে বিয়ে করে সুজন। বিয়ের পর থেকেই অদিতি সবার আড়ালে গিয়ে ও বাথরুমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে কথা বলতেন। এতে বাড়ির সবাই বিরক্ত হয়ে তার কাছ থেকে মোবাইল নিয়ে নেয়।
এ ঘটনায় স্বামী-শাশুড়ির সাথে মনোমালিন্য হলে বুধবার অদিতি নিজের গহনা ও সকল কাপড়-চোপড় নিয়ে মনসা পূঁজার নাম করে বাবার বাড়ির উদ্দেশে বেরিয়ে যান।
পরে বাধ্য হয়ে স্বামী সুজন তাকে নিয়ে বাবার বাড়িতে যান। কিন্তু রাতে ট্রেন থেকে নেমে সাড়ে ১১টার দিকে রিকশাযোগে রজাদী যাবার পথে চিনিশপুর কালি বাড়ির কাছে দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এসময় অদিতিকে রিকশা থেকে ফেলে দিয়ে স্বামী সুজনকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ