Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়তের দোয়া মাহফিলে আল্লামা নূর হোসাইন কাসেমী

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


নাফরমানীর জন্য তাওবা না করলে আল্লাহর গজব আরো আসবে
স্টাফ রিপোর্টার : দেশবাসী ও সরকারের নাফরমানীর কারণে দেশ ও জাতি বন্যা, খাদ্যসঙ্কট ও দ্রব্যমূল্য বৃদ্ধির গজবে নিপতিত। এসব গজব থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে পানাহ চাওয়ার জন্য পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম গতকাল বাদ আসর রাজধানীর বিভিন্ন থানায়  দোয়া মাহফিলের কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বাইতুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আরো বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। উপস্থিত ছিলেন মাওলানা জয়নুল আবেদীন, মুফতী জাকির হোসাইন কাসেমী, মুফতী বশীরুল হাসান খাদেমানী, মাওলানা হাফেজ ওমর আলী, মাওলানা হুজায়ফা ওমর ও সোহাইল আহমদ প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, দেশবাসী ও সরকারের নাফরমানীর কারণে দেশ ও জাতি আজ বন্যা, খাদ্যসঙ্কট ও দ্রব্যমূল্য বৃদ্ধির গজবে নিপতিত। এ গজব থেকে মুক্তি পেতে আমরা আমাদের নাফরমানীর জন্য তাওবা করছি। আমরা সরকারকে বলছি, মহান আল্লাহর গজব থেকে মুক্তি পেতে আল্লাহর নিকট পানাহ চান। গ্রীক দেবীর মূর্তিসহ রাজপথের প্রকাশ্য সকল মূর্তি অপসারণ করুন। মুসলমানদের পাঠ্যসূচিকে হিন্দুত্ব ও নাস্তিক্যবাদের পাঠ্যসূচি বানানোর চক্রান্ত বন্ধ করুন। আমরা এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে দ্রæত হস্তক্ষেপ করার আহŸান জানাচ্ছি। তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। অন্যথায় জনগণের তাওবার কারণে তাদেরকে আল্লাহ ক্ষমা করলেও সরকারের উপর আল্লাহর গজব আরও ভয়াবহ হতে পারে।  
গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, কামরাঙ্গীরচর, চকবাজার, লালবাগ, হাজারীবাগ, মুগদা, খিলগাঁও, বাড্ডা, ভাটারা, খিলক্ষেত, দারুস্সালাম, শাহআলী, পল্লবী, উত্তরখান, দক্ষীণখান, তুরাগ ও কদমতলী থানা এলাকায়।

হজ্ব ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না  খেলাফত আন্দোলন
স্টাফ রিপোরার্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ বলেছেন, হজ্ব পরিচালক ও কিছু অসাধু কর্মকর্তা- কর্মচারী কর্তৃক হজ্বযাত্রীদের রিপ্লেসমেন্ট ফাইল আটকিয়ে মোটা অংকের ঘুষ দাবি করে হজ্বযাত্রীদের দুর্ভোগে ফেলার গঠনা খুবই দুঃখজনক। পবিত্র হজ্বব্যবস্থাপনায় দুর্নীতি আর অনিয়মের কারনে একের পর এক জটিলতা সৃষ্টি হচ্ছে। আর এদিকে হাজীগণ চরম দুশ্চিন্তায় হজ্ব ফøাইটের অপেক্ষা করছে। হজ্বব্যবস্থাপনায় এ ধরনের দুর্ণীতি বরদাশত করা হবে না।
তিনি আরো বলেন, হাজীগণ আল্লাহর মেহমান। তাদের দূর্ভোগ ও হজ্ব ফøাইটের জটিলতা নিরসণে সরকারকে  দ্রæত কার্যকর পদক্ষেপ নিতে হবে। হজ্বযাত্রীদের  আটকে থাকা রিপ্লেসমেন্ট ফাইল দ্রæত সচল করতে হবে। তিনি সকল জটিলতা নিরসণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার  জন্য প্রধানমন্ত্রীকে আহবান জানান।
গতকাল বিকালে কামরাঙ্গীরচর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সানাউল্লাহ, মুফতি সুলতান মহিউদ্দীন, মুফতি ইলয়াছ মাদারিপুরী, হাফেজ মাওলানা আবুল কাসেম ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
                                 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ