বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর সদরঘাট এলাকার বাড়ি থেকে গতকাল (বুধবার) সকালে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিদয় চক্রবর্তী (১৯) সদরঘাটের দক্ষিণ নালাপাড়া এলাকার জীবন চক্রবর্তীর ছেলে। নগরীর ইসলামিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল রিদয়। পুলিশ জানায়, সকালের দিকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত রিদয়কে পাওয়া যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। কয়েকজন লোক ফোনে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে একদিন আগে পরিবারকে জানিয়েছিল রিদয়। রিদয়ের প্রতিবেশী অভিজিৎ সাংবাদিকদের জানান, রিদয়ের পরিবারের সদস্যদের ডাকাডাকিতে আমরা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই। সে আত্মহত্যা করেছে কিনা, করলে কেন- তা পরিবারসহ পরিচিত কেউ বুঝতে পারছে না বলে জানান তিনি। এ ঘটনায় বিকেলে সদরঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
নগরীর চান্দগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালক মারা গেছেন। নিহত মোঃ সোহেল (২২) সোহেল পুরাতন চান্দগাঁও থানার আমজাদ বাড়ি সড়কের বাজারবাড়ির নুরুল আলমের ছেলে। ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন তিনি। গতকাল ভোরে চান্দগাঁওয়ের একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার ভাই মো. জাভেদ। তিনি বলেন, সোহেল অটোরিকশা চালাত। রাতে গ্যারেজে অটোরিকশা চার্জে দিতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। সকালে লোকজন গ্যারেজে ঢুকলে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।