Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুবিতে ৩ সাংবাদিককে কারণ দর্শানোর চিঠি : আন্দোলনের হুঁশিয়ারি

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিককে এক প্রতিবেদনের বিপরীতে নিয়মবর্হিভূতভাবে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন প্রক্টর। এর প্রতিবাদে সাংবাদিক সমিতি এক বিবৃতির মাধ্যমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়।
জানা যায়, গত ৯ আগস্ট প্রক্টরের উপস্থিতিতে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক ও অনলাই পোর্টালে সংবাদ প্রকাশ হয়। এতে প্রক্টরের ভাবমূর্তি নষ্ট হয়েছে দাবি করে তানভীর সাবিক (যুগান্তর), নাজমুল সবুজ (ভোরের পাতা ও জাগোকুমিল্লা) এবং সাইফুর রহমানকে (বিডিটুয়েন্টিফোরটাইমস) নিয়মবর্হিভূতভাবে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন প্রক্টর। গত ১৩ আগস্ট এ কারণ দর্শানোর চিঠির অনুলিপি তাদের বিভাগে পাঠানো হয়েছে বলে জানা যায়।
সাংবাদিকদের কারণ দর্শানোর চিঠি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পাসের সাংবাদিকরা। ঐ প্রতিবেদন সত্য হলেও তিন জনকে চিঠি দেওয়া উদ্দেশ্যমূলক দাবি করেছেন সাংবাদিক নেতারা। এ বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ বলেন, ‘প্রতিবেদনে আপত্তি থাকলে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিবাদ জানানোর নিয়ম। সাংবাদিকদের হয়রানি করতে এমন চিঠি দেওয়া হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ