Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের নাটকীয়তা

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : হাইকোর্টের আদেশ উপেক্ষা করছে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষ। কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী জোড়কানন এলাকায় মেসার্স ভূইয়া ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনের গ্যাস সংযোগ ২৪ ঘন্টার মধ্যে পুনরায় চালুর হাইকোর্টের আদেশের কপি কুমিল্লা চাঁপাপুরের বিজিডিসিএল কর্তৃপক্ষ ডাকযোগেগ্রহণ করার ৭২ ঘন্টা পার করলেও প্রতিষ্ঠানটিতে পুন.গ্যাস সংযোগ দেয়নি। দ্বিতীয়দফায় আদেশের কপি আদালতের জারীকারক নিয়ে গেলেও তাকে ফিরিয়ে দেয় কর্মকর্তারা। তৃতীয়দফায় আদেশ গ্রহণ করার পর আদেশ যাচাই-বাছাইয়ে নেমেছেন বাখরাবাদ কর্তৃপক্ষ। হাইকোটের আদেশ নিয়ে একের পর এক নাটকীয়তা সৃষ্টি করায় বাখরাবাদ কর্মকর্তাদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের আদেশ বাস্তবায়ন না করায় বিস্মিত হয়েছেন মেসার্স ভূইয়া ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনের ব্যবস্থাপনা পরিচালক তরিক আহম্মেদ ভূইয়া। গতকাল বিকেলে তিনি প্রেসব্রিফিং করে জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর বিজিডিসিএল কৃর্তপক্ষ বিভিন্ন কারণ দেখিয়ে তার প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তিনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের আরবিট্রেশন ট্রাইব্যুনালে আরবিট্রেন মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ