Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাগরে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো ও সীতাকুন্ড সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রামে সীতাকুন্ডের গুলিয়াখালী সাগর সৈকতে নেমে ডুবে মারা গেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাব। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর গতকাল (বুধবার) বেলা দেড়টায় গুলিয়াখালী সৈকত থেকে দুই কিলোমিটার দূরের একটি চর সংলগ্ন এলাকায় সাগরে জেলেদের জালে নাকিবের লাশ পাওয়া যায়। চুয়েটের উপ-ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম জানান, জেলেদের জালে নাকিবকে পাওয়া গেছে। যেখানে সে ডুবে গিয়েছিল তার প্রায় দুই কিলোমিটার দূরে একটি চরের কাছে তাকে পাওয়া যায়। স্থানীয়রা জানায়, জেলেরা ইলিশ শিকারের উদ্দেশ্যে জাল টেনে নৌকায় তোলার সময় মাছের সাথে নাকিবের লাশ দেখতে পায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও জেলেরা যৌথভাবে নিহতের লাশ উদ্ধার করে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগর উপকূলে নিয়ে আসেন। গত মঙ্গলবার দুপুরে সীতাকুন্ড উপজেলার গুলিয়াখালী সৈকতে চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাকিব মোহাম্মদ খাব্বাব নিখোঁজ হন। ১০ সহপাঠীর সাথে নাকিবও সৈকতে বেড়াতে যায়। সেখানে তারা গোসল করতে নামে। একপর্যায়ে তাদের সাথে থাকা দুই ছাত্রী পানিতে ডুবে গেলে আরেক সহপাঠীকে নিয়ে তাদের উদ্ধারে নামে নাকিব। এ সময় জেলেরা ৩ জনকে উদ্ধার করলেও নাকিব সাগরে তলিয়ে যায়। নাকিব সাগরে নিখোঁজের পর থেকে তার সন্ধানে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড। কুমিল্লার বরুড়া থানায় নাকিবের গ্রামের বাড়ি। তার ছোট ভাই মোহাম্মদ খাত্তাব জানান, চার ভাইয়ের মধ্যে নাকিব সবার বড়। মর্মান্তিক এ দুর্ঘটনার খবরে নাকিবের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। চুয়েট ক্যাম্পাসে সহপাঠীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া জানান, চুয়েটের নিখোঁজ ছাত্রের লাশ সাগর থেকে উদ্ধার করার পর বাদ আসর গুলিয়াখালীতে নামাজে জানাযা শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ