পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদকে সামনে রেখে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট বিজিবির লোকবল বৃদ্ধি করা হয়েছে। বন্দর এলাকা সহ স্থল, জল ও রেল পথে কঠোর নজরদারী বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় বিজিবির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি ভারত সীমান্তেও সর্বচ্চ সতর্কতায় জারি করেছে বিএসএফ।
২৬ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল আরিফুল হক জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোস্টে লোকবল বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কেউ অবৈধভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। ঈদ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজিবি জানায়।
ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ওপরও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সতর্কতার সাথে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে পাসপোর্টে সীল দেয়া হচ্ছে। ভারতের বনগাঁ, হাওড়া ও কলিকাতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও রেল ষ্টেশন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সেদেশের প্রশাসনের সদস্যরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্কিট ক্যামেরায় নজরদারী করছেন তারা। বেনাপোল-পেট্টাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনেও নজরদারী বাড়ানো হয়েছে বলে জানান চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ। রাতে সীমান্তে বসবাসরত লোকজনদের রাতে চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।