Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে বাসায় ফেরেনি হৃদয়

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মোঃ মাহবুব আলম হৃদয় (১৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি থানায় জিডি (নং-৮৭২) ১৬/০৮/১৭ ইং) করা হয়েছে। হৃদয়ের বাবা সেনাবাহিনীর সার্জেন্ট মোহাম্মদ সুলাইমান জিডিতে উল্লেখ করেছেন গত ১৫ আগস্ট সকাল ৮টার দিকে তার ছেলে স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। পরে সে আর বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। হৃদয়ের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, চুল কালো। তার পরনে ছিল স্কুল ড্রেস সাদা শার্ট ও নেভী বøু প্যান্ট। কেউ তার সন্ধান পেয়ে থাকলে ০১৭৬৯-৩২০৫৮৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। হৃদয়ের বাবা ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত সার্জেন্ট মোহাম্মদ সুলাইমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ