Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার ভয়াবহ অবস্থা

পাবনা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ৪:৫৭ পিএম

যমুনা ও পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধিও কারণে পাবনার বেড়া উপজেলার ৬টি ইউনিয়নের শতশত পরিবার পানিবন্ধী হয়ে পড়েছেন। ভারতের ফারাক্কা ব্যারেজের খুলে দেওয়া গেট দিয়ে পানি প্রবেশ করায় এবং তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় যমুনা ও পদ্মা নদীর পানি এক সাথে বৃদ্ধি পাচ্ছে। উত্তরের জেলা সমূহে ভয়াবহ বন্যার আশংকা করা হচ্ছে। পাবনার বেড়া উপজেলার বন্যা প্লাবিত ৬টি ইউনিয়নের মানুষজন আরও পানি বৃদ্ধিও আশংকায় নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। বেড়া পাউবো সূত্রে জানা গেছে, যমুনা নদীর পানি নগরবাড়ী মথুরা পয়েন্টে বিপদ সীমার ৪৮ সে:মি উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে।বেড়া উপজেলার ঢালার চর, হাটুরিয়া নাকালিয়া , কৈটলা, পুরাতন ভারেঙ্গাসহ ৬টি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। এই পানি বৃদ্ধির ফলে চাটমোহরের হান্ডিয়ালসহ চলনবিল এলাকা পানিতে আবার তলিয়ে গেছে। চলন বিলে পানি বৃদ্ধি পাওয়ায় এই পানি নাটোর জেলা পর্যন্ত চলন বলে বিস্তৃত হচ্ছে এই পানি বৃদ্ধিও ফলে চাটমোহরের হান্ডিয়ালসহ চলনবিল এলাকা পানিতে আবার তলিয়ে গেছে। চলন বিলে পানি বৃদ্ধি পাওয়ায় এই পানি নাটোর জেলা পর্যন্ত চলন বলে বিস্তৃত হচ্ছে । এদিকে, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন , নিকটবর্তী লালপুর এলাকার অঞ্চলে পদ্মার পানি প্রবেশ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ