বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে নিখোঁজের দুই দিন পর বরিশালের কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কলেজ ছাত্রের নাম শাহরিয়ার (১৭)।
সে বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ও নৌবাহিনীতে কর্মরত বরিশাল আলেকান্দা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
নলছিটি থানার পরিদর্শক (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, গত ১৪ আগস্ট সকালে প্রাইভেট পড়তে যাবার কথা বলে ছেলেটি বাসা থেকে বের হয়। সন্ধ্যায়ও ফিরে না আসলে পরিবার বরিশাল কোতয়ালী থানায় নিঁখোজের ডায়েরি করেন। তিনি আরও বলেন, বুধবার সকাল ১০টায় নলছিটি লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশ তা উদ্ধার করে। পরে শাহরিয়ারের স্বজনরা এসে লাশ সনাক্ত করে। ঝালকাঠি সদর হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।