Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইল আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ৩:৫১ পিএম

আদালত সম্পর্কে কটুক্তি করায় এমপি-মন্ত্রী ও সাবেক বিচারপতি খায়রুল হকের অপসারনের দাবীতে গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল কোট চত্তরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

মিছিলটি কোর্ট চত্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আদালত প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক এ্যাড. ফরহাদ ইকবাল, বারসমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা মিয়া, বর্তমান সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু রায়হান খান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ওমরাও খান দিপুসহ অন্যান নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, অবিলম্বে সাবেক বিচারপতি খায়রুল হককে আইন কমিশন থেকে অপসারণ করা হোক। অপরদিকে যে সকল এমপি ও মন্ত্রীরা আদালত নিয়ে কটুক্তি করে তাদেরও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ