বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিকাশের এজেন্টের চতুরতায় সামিউল নামে তিন বছরের এক অপহৃত শিশু উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে ঘাটাইল পৌর এলাকার ঘাটাইল দক্ষিনপাড়া গ্রামে। উদ্ধার হওয়া শিশু সামিউল ঘাটাইল উপজেলার আকন্দেরবাইদ গ্রামের আল আমিন কাজীর ছেলে। পুলিশ অপহরনকারী রবিনকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ ও সামিউলের পরিবার জানায়, ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বিদ্যানন্দ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ রবিন (২০)। গত জুলাই মাসে ঘাটাইল উপজেলার আকন্দেরবাইদ গ্রামে আলা আমিন কাজীর পোল্ট্রি ফার্মে মাসিক মজুরি ভিত্তিক কাজ নেয়। কিছু দিন যেতে না যেতেই রবিন অগ্রিম টাকা দাবি করে। আলামিন কাজী টাকা দিতে অস্বীকার করেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে রবিন আলামিনের তিন বছরের ছেলে সামিউলকে বেড়ানোর কথা বাড়ি থেকে নিয়ে আসে।
তার পর থেকেই সামিউলকে নিয়ে উদাও হয় রবিন। পরে সন্ধ্যায় রবিন ঘাটাইল উপজেলা সদরের মোঃ আরশেদ আলীর বিকাশ এজেন্টের দোকানে শিশুটিকে রেখে তার বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠাতে বলে আলামিনকে। আল আমিন এই বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠায়। শিশুটিকে দেখে বিকাশ এজেন্টের সন্দেহ হয়। পরক্ষনেই আল আমিনকাজী বিকাশ এজেন্টকে ফোন করে জানায় রবিনের কাছে থাকা শিশুটি অপহৃত হয়েছে। তখন উপস্থিত জনতা শিশুটিকে উদ্ধার করে ও রবিনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অপহরনকারী রবিনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত শিশুকে তার পিতা-মাতার হেফাজতে দেয়া হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।