Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপনি প্রশাসনের সঙ্গে আপস করছেন: অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১:১৭ পিএম | আপডেট : ১:২৫ পিএম, ১৬ আগস্ট, ২০১৭

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বুধবার সকালে আপিল বিভাগে মোবাইল কোর্ট মামলার শুনানিকালে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নির্বাচন করছেন একথা প্রধান বিচারপতির কানে পৌঁছেছে। এ খবরটি বহুল আলোচিত মোবাইল কোর্ট মামলার শুনানিকালে অ্যাটর্নি জেনারেলকে জানালেন প্রধান বিচারপতি।
এসময় তিনি অ্যাটর্নি জেনারেলকে এ প্রসঙ্গে বলেন, আপনি নির্বাচন করবেন বলে শুনেছি। আপনি তো এলাকায় যান। আমি শুনেছি আপনি নির্বাচন করছেন। আপনি প্রশাসনের সঙ্গে কম্প্রোমাইজ করে চলছেন। আমরা তো ইলিশের গন্ধও পাই না।
প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে যখন এইসব কথা বলছিলেন তখন অ্যাটর্নি জেনারেল মাথা ঝাঁকাচ্ছিলেন এবং মিটি মিটি হাসছিলেন।
ইলিশ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আমার বাড়ি পদ্মা নদীর পাড়ে। এখনো কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরা হয়।



 

Show all comments
  • রেজাউল কবীর ১৬ আগস্ট, ২০১৭, ১:৪৭ পিএম says : 0
    মন্তব্য নাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ