Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনের আইসিইউতে চিকিৎসাধীন মেয়র আনিসুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১০:৪৩ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
আজ বুধবার মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৯ জুলাই আনিসুল হক মেয়ের সন্তানের জন্ম উপলক্ষে লন্ডন যান। সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গত ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন ধরে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন তিনি। এর মধ্যে দুইদিন ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
মেয়রের পারিবারিক সূত্রে জানিয়েছে, তিনি 'সেরিবেল ভ্যাসকিউলিটিস' নামে একটি হাসপাতালে মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন। ঢাকার চিকিৎসকরা এ রোগটি সনাক্ত করতে পারেনি। গত দুইমাস ধরে তিনি এই রোগে আক্রান্ত। সোমবার তার দেশে ফেরার কথা ছিল।
মেয়রের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও তার বন্ধু-সুহৃদরা।



 

Show all comments
  • Ashraf ১৬ আগস্ট, ২০১৭, ৪:৩৩ পিএম says : 0
    Sometimes doctors cannot identify the disease in western countries too; It's all down to Allah (swt).
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ