Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সুন্দরগঞ্জে ত্রাণ বিতরণে অনিয়ম : মারামারিতে আহত ১

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে মারামারিতে এক আ’লীগ নেতা আহত হয়েছে। গতকাল মঙ্গলবার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য উপজেলা খাদ্য গুদাম থেকে ১৫ মেঃ টঃ চাল উত্তোলণ করে বিতরণের জন্য পরিষদের অস্থায়ী কার্যালয় বাংলা বাজার নামক স্থানে নিয়ে যায়। উক্ত চালগুলো বন্যা দুর্গত মানুষের মাঝে নামে-বেনামে বিতরণের সময় একই ব্যক্তির নিকট ৩০ কেজি ওজনের চালের একাধিক বস্তা বিতরণ করায় উপস্থিত ত্রাণ গ্রহীতাদের মধ্যে প্রশ্ন দেখা দেয়। তারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড উজান তেওড়া গ্রামের ইউপি সদস্য আশাদুজ্জামানের ভগ্নিপতি জাহিদুলের বাড়ি থেকে ৯ বস্তা ত্রাণের চাল আটক করে। এসময় চেয়ারম্যানের লোকজনের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে হরিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আজিজল হক আহত হয়। এ নিয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, ত্রাণ বিতরণের সময় উৎশৃঙ্খল জনতার মাঝে মারামারিতে আজিজল হক নামক এক ব্যক্তি আহত হয়। এ ঘটনার পর ত্রাণ বিতরণের কার্যক্রম স্থগিত করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া ঘটনাস্থল থেকে জানান, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ