Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগে অসন্তোষ; নালিশ যাচ্ছে সরকারের উচ্চমহলে

বঙ্গবন্ধুর ছবি অবমাননা

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ব্যানার ময়লার ভাগাড়ে ফেলার ঘটণায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। সরকারি একটি দফতরে সংঘটিত এমন ঘৃণ্য ঘটণার কঠোর সমালোচনা করে এবিষয়ে ব্যবস্থা নিতে সরকারের উচ্চমহলে নালিশ করা হবে বলেও জানান তিনি।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরে বঙ্গবন্ধু পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত শোকসভা ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ফনীন্দ্র লাল মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিসিসি দক্ষিণের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দূর কুদ্দুছ, আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক মির্জা এটিএম গোলাম মোস্তফা প্রমুখ।
বঙ্গবন্ধুকে দল ও মতের উর্ধে রাখার আহŸান জানিয়ে দেলোয়ার হোসেন বলেন, গণপূর্তে কি হয় এ ব্যাপারে আওয়ামী লীগের সবাই অবগত আছেন। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সরকারি সব দপ্তরই শ্রদ্ধাঞ্জলী জানিয়ে ব্যানার টানিয়েছে। কিন্তু গনপূর্ত অধিদপ্তরে কোনো ব্যানার নেই। বঙ্গবন্ধু পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ব্যানার টানালেও তা সরিয়ে ফেলা হয়েছে। শোনা যাচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ব্যানার ময়লার ভাগাড়ে ফেলা হয়েছে। এ বড় দৃষ্টতা কাদের? এই প্রতিষ্ঠানটি কি সরকারের নিয়ন্ত্রণে চলে না? এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের উচ্চমহলে জানানো হবে জানিয়ে পিডবিøউডি কর্তৃপক্ষকে সাবধানও করেন তিনি। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সাটানো ব্যানার গনপূর্ত অধিদপ্তরের দায়িত্বে থাকা উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আল আমিনের নির্দেশে বাথরুমের পাশে ময়লার ভাগাড়ে ফেলার অভিযোগ তুলে বঙ্গবন্ধু পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। এনিয়ে সংশ্লিষ্ট দফতরসহ বিভিন্নমহলে তোলপাড় শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ