বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে আমলের (কর্মপরিষদ) মাসিক বৈঠকে নেতৃবৃন্দ বলেছেন,পাঠ্য বই নিয়ে ষড়যন্ত্র রুখতে হবে। ২০১৬ সালের বিতর্কিত পাঠ্য বইয়ের সিলেবাস আন্দোলনের মুখে পরিবর্তন করা হয়। বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে পূর্বের সিলেবাস পুন:বহাল করার জন্য কতিপয় নাস্তিক-মুরতাদ ও হিন্দুরা ষড়যন্ত্র করছে। নেতৃবৃন্দ বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে পাঠ্য বই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। দেশের অধিকাংশ মানুষের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে পাঠ্য বইয়ে অর্ন্তভূক্ত করা হলে সারা দেশে আন্দোলনের দাবানল জ্বলবে । তারা বলেন, সরকারকে বাম-রামের ভূতে ধরেছে এভূত ছাড়াতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী জেনারেল ড.মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হুসাইন, ঢাকা মহানগরী আমির মোস্তফা বশীরুল হাসান,অফিস সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক প্রমূখ। - প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।