বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনব্যাপী জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, অডিট কমিটির চেয়ারম্যান ড.মোঃ জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সামীম মোহাম্মদ আফজাল, ডাইরেক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম, হেলাল আহমদ চৌধুরী, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড. কাজী শহিদুল আলম, বোরহান উদ্দিন আহমদ ও সৈয়দ আবু আসাদ সভায় আলোচনা করেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারঁ পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুস সামাদ। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনের নানাদিক আলোচনা করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপি ব্যাংকের ৩২৬টি শাখা এবং ১৬টি জোন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।