Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক্যাল ম্যাগাজিন মোমেন্টস অব মিউজিক

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বাংলাদেশের সঙ্গীত জগতের জনপ্রিয় চার তারকার অংশগ্রহণে ঈদ-উল-আযহার জন্য নির্মিত হয়েছে বিশেষ মিউজিক্যাল ম্যাগাজিন অনুষ্ঠান। মোমেন্টস অব মিউজিক শিরোনামের অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ষষ্ঠদিন, রাত ১০টা ৩০মিনিটে এটিএন বাংলায়। আড্ডা, ক্যুইজ আর গান, এই তিনটি সেগমেন্ট দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, কণা এবং ইমরান। পুরোনো দিনের চলচ্চিত্রের ভিডিও গান থেকে তৈরি ক্যুইজে অংশগ্রহণ, আড্ডা আর মৌলিক ও ডুয়েট গানে অংশগ্রহণ করেছেন শিল্পীরা। অনুষ্ঠানে ফাহমিদা নবীর কন্ঠে শোনা যাবে ‘চোখের কার্নিশে’ গানটি। বাপ্পা মজুমদার শোনাবেন ‘তুমি নাই’। কণার কন্ঠে থাকবে ‘চাঁদের কণা’ এবং ইমরানের কন্ঠে ‘ধোঁয়া’। এছাড়া ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার এর ডুয়েট ‘তোমার চোখের মাঝে’ এবং কণা ও ইমরানের ডুয়েট ‘রঙ্গিলা রঙ্গিলা’ গান রয়েছে এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে পুরোনো দিনের চলচ্চিত্রের যে ভিডিও গানগুলো ক্যুইজ পর্বে প্রচার হবে, সেগুলো হলো ‘তুমি যে আমার কবিতা’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘দুশমনি করো না প্রিয়তমা’ এবং ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমান মন’। প্রকৌশলী ও কমেডিয়ান নাভিদ মাহবুবের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ