প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: বলিউড ও হলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপরা শুধু অভিনয়ই করেন না, গানও করেন। সম্প্রতি গেয়েছেন নতুন একটি গান। গানের শিরোনাম ইয়াং অ্যান্ড ফ্রি। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ান ডিজে উইল ¯পার্কস। গানটির কথা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, আমার জীবনের খুব অনিশ্চিত ও পরাধীন সময়ে এটি লিখেছিলাম। স্বাধীনতার প্রয়োজনীয়তা থেকেই এই গানের জন্ম। এই স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছেই অর্থবহ হতে পারে। বর্তমান অস্থির পৃথিবীতে টিকে থাকতে হলে সবার মনে তারুণ্য ও মুক্তমনা মানসিকতা থাকা চাই। কথাগুলোকে প্রাণ দিয়েছে উইল ¯পার্কস। আর এই গান আমাকে মনে করিয়ে দিয়েছে, গান-বাজনা করতেই আমার বেশি ভালো লাগে। গানই ভালোবাসা, ভালোবাসাই গান। গানই জীবন, তাই আমার জীবনকে ভালোবাসি। আমার কাছে যেসব সুযোগ এসেছে সেজন্য প্রতিদিনই ধন্য মনে হয় নিজেকে। মনে হচ্ছে, নতুন গানটি সবার ভালো লাগবে। র্যাচেল র্যাবিন, টোবি গ্যাড ও টাইরন উইলিয়াম গ্রিফিনের সঙ্গে মিলে গানটির কথা লিখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইয়াং অ্যান্ড ফ্রি প্রিয়াঙ্কা চোপড়ার চতুর্থ সিঙ্গেল। ২০১২ সালে প্রকাশিত হয় তার প্রথম গান ইন মাই সিটি। এর পরের বছর পিটবুলের সঙ্গে এক্সোটিক গান গেয়ে সাড়া ফেলেন তিনি। চার বছর আগে প্রকাশিত হয় তার গাওয়া আই কান্ট মেক ইউ লাভ মি। এটি ছিল বনি রেইটের বিখ্যাত গানের রিমিক্স সংস্করণ। নিজের গান ছাড়া দুটি গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। এর একটি হলো দ্য চেইনস্মোকারসের। এদিকে বেওয়াচ মুক্তির পর হলিউডের ইজনট ইট রোমান্টিক ছবির কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।