Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ এমপিকে রক্ষাকারী বীর কেনি মারা গেছেন

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাৎসি আদর্শে অনুপ্রাণিত এক হামলাকারীর কবল থেকে এক বছর আগে একজন ব্রিটিশ এমপিকে রক্ষার চেষ্টা চালানো বার্নার্ড কার্টার- কেনি সোমবার সকালে মারা গেছেন। তার পরিবারের সদস্যরা একথা জানিয়েছেন। সাহসিকতার সাথে এমপিকে রক্ষায় এগিয়ে আসার জন্য তাকে পুরস্কার প্রদান করা হয়। গত বছরের ১৬ জুন যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের লেবার পার্টির জনপ্রিয় এমপি জো কক্সের ওপর হামলা চালায় ৫২ বছর বয়সী উগ্রপন্থী শ্বেতাঙ্গ টমি মেয়ার। টমি প্রথমে ছুরি দিয়ে ওই নারী এমপিকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর ‘ব্রিটেন ফার্স্ট’ বলে চিৎকার করে তার মাথায় গুলি করে। এ সময় কেনি এমপি কক্সকে রক্ষায় এগিয়ে এলে শ্বেতাঙ্গ উগ্রপন্থী তার পেটেও ছুরি ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ