Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : ‘বঙ্গবন্ধুর চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে গফরগাঁওয়ে স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের উদ্যোগে প্রেসক্লাবের সহযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী (অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা) পাঠ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকালে উপজেলার ৪০টি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী (অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা) বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বই বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন,বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতা আয়োজক কমিটির আহŸায়ক প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব,প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্ট, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ