রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও উপজেলা সংবাদদাতা : ‘বঙ্গবন্ধুর চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে গফরগাঁওয়ে স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের উদ্যোগে প্রেসক্লাবের সহযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী (অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা) পাঠ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকালে উপজেলার ৪০টি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী (অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা) বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বই বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন,বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতা আয়োজক কমিটির আহŸায়ক প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব,প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্ট, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।