রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শোক দিবসকে ঘিরে রূপগঞ্জে আওয়ামীলীগের দু’গ্রæপ পৃথক কর্মসূচী পালন করেছে। মাত্র এক কিলোমিটার ব্যবধানে হওয়া দু’পক্ষের কর্মসূচীকে ঘিরে গোটা রূপগঞ্জে দিনভর দলের নেতাকর্মী ও সাধারণ লোকজনের মাঝে শঙ্কা ও আতঙ্ক বিরাজ করে। অবশেষে শঙ্কা আর আতঙ্ক ছাপিয়ে কোনোপ্রকার সহিংসতা ছাড়াই দু’গ্রæপ শান্তিপূর্ণভাবে শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনাসভা শেষ করে। গতকাল মঙ্গলবার উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও উপজেলা পরিষদের সন্নিকটে বালু মাঠে পৃথক এ কর্মসূচী পালন করা হয়।
সকালে মুড়াপাড়া আ¤্রকানন থেকে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতিক) নেতৃত্বে শোকর্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা মহিলালীগের সভানেত্রী ও তারাবো পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, শেখ সাইফুল ইসলাম, জায়েদ আলী, এমায়েত হোসেন, ভিপি সোহেল, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহীন, শীলা পাল ও কামাল আহম্মেদ রঞ্জু প্রমুখ। অপরদিকে, উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, মেজর ( অবঃ ) মশিহুর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, ডাঃ খালেদা বেগম, মোশারফ হাসান বাবু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল জাব্বার মেম্বার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।