Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে আ.লীগের দু’পক্ষের পৃথক কর্মসূচি : দিনভর আতঙ্ক

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শোক দিবসকে ঘিরে রূপগঞ্জে আওয়ামীলীগের দু’গ্রæপ পৃথক কর্মসূচী পালন করেছে। মাত্র এক কিলোমিটার ব্যবধানে হওয়া দু’পক্ষের কর্মসূচীকে ঘিরে গোটা রূপগঞ্জে দিনভর দলের নেতাকর্মী ও সাধারণ লোকজনের মাঝে শঙ্কা ও আতঙ্ক বিরাজ করে। অবশেষে শঙ্কা আর আতঙ্ক ছাপিয়ে কোনোপ্রকার সহিংসতা ছাড়াই দু’গ্রæপ শান্তিপূর্ণভাবে শোক র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনাসভা শেষ করে। গতকাল মঙ্গলবার উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও উপজেলা পরিষদের সন্নিকটে বালু মাঠে পৃথক এ কর্মসূচী পালন করা হয়।
সকালে মুড়াপাড়া আ¤্রকানন থেকে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতিক) নেতৃত্বে শোকর‌্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা মহিলালীগের সভানেত্রী ও তারাবো পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, শেখ সাইফুল ইসলাম, জায়েদ আলী, এমায়েত হোসেন, ভিপি সোহেল, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহীন, শীলা পাল ও কামাল আহম্মেদ রঞ্জু প্রমুখ। অপরদিকে, উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, মেজর ( অবঃ ) মশিহুর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, ডাঃ খালেদা বেগম, মোশারফ হাসান বাবু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল জাব্বার মেম্বার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ